সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৫:৪০ অপরাহ্ন
কবিতা: বাংলার দৃশ্য
মুনমুন জ্যোতি
বাংলার দৃশ্য, অবিরাম শীর্ষ
অাকাশে বাতাসে কত ভাসমান দৃশ্য,
দেখতে লাগে অবিশ্বাস্য ।।
বাতাসে বাতাসে মুখোরিত মনোরম সুবাস,
যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যায়,
বাংলার সবুজ-শ্যামল দেখে মন ভরে যায়
পাখির কিচিরমিচির শব্দে ধ্বনি খুঁজে পায় ।।
বাংলার বুকে গাছপালা ফুলে-ফলে ভরে যায়
নদীর জলে কত শান্তি খুঁজে পাওয়া যায়
বাংলার এত সৌন্দর্য দৃশ্য দেখে,
মন গর্বে ভরে যায়।।।
মুনমুন জ্যোতি
উপদেষ্টা, অনির্বাণ শিশু কিশোর পত্রিকা