সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৫:৪৪ অপরাহ্ন
রাতের আকাশ নীল
মুনমুন জ্যোতি
রাতের আকাশে তারারা করে ঝিলমিল
চাঁদের আলোয় আলোকিত আকাশ নীল ।
আাকাশের বুকে কখনো মেঘের ঘনঘটা,
কখনো কালো রঙের আবির ।
রাতের আকাশের নীল মেঘাছন্ন
বাতাসের সাথে করে ভাব মিল ।
মিটমিট তারা জ্বলে,চাঁদের জোছনা নীল
আকাশে হয় আলোকিত আলোর মিল ।
শিক্ষার্থী
নিউ মডেল বিশ্যবিদাল্যায় কলেজ ধানমন্ডি ঢাকা