সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৬:৩৭ অপরাহ্ন
স্বপ্ন
হুজাইফা হোসাইন
প্রেম কী?
কখনো বুঝিনী
ভালোবাসা প্রেম এক কী?
ভালোবেশে ছিলাম তোমাকে!!
সকল মন প্রাণ উজাড় করে দিয়েছিলাম
তোমাকে!!
তুমি বোঝনি
হঠ্যাৎ এক দুঃস্বপ্নে
আমার ভালোবাসাকে চুর্মার
করে দিলে
আমার ভালোবাসাকে দাম
না দিয়ে চলে গেলে
তুমি শুধু আমার ছিলে না
অনেক কাছে এসেছিলে
ঢুকে গিয়েছিলে আমার ভেতর,
দখল করেছিলে সব।
তুমি ছিলে আমার দিন ,রাত,
প্রতিটি নিশ্বাস-প্রশ্বাসে
ভালো বেশেছিলাম তোমাকে পছন্দ
এক স্বপ্ন আমার জীবনকে
দুঃখ ময় করে তুলে ছিল।শো