সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৬:৪৭ অপরাহ্ন
World children forum (WCF)… এটি এমন একটি সংগঠন,যা শিশুদের উদ্দেশ্যে কাজ করার জন্য একটি নতুন উদ্যোগ।এর মূলত প্রধান কাজ হচ্ছে আমাদের দেশের সুবিধা বঞ্চিত শিশুদের মৌলিক অধিকারগুলো রক্ষা করা।প্রথমেই শিশুদের মূল ৩টি মৌলিক অধিকার রক্ষায় কাজ করছে তারা।
১/খাদ্য ২/ শিক্ষা ৩/চিকিৎসা
এই সংগঠন টির চেয়ারম্যান মহুয়া লতা ও উপদেষ্টা মোঃ আজমাইন এবং চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম জানিয়েছেন, “প্রতিটি বিভাগের বিভাগীয় প্রতিনিধি বাছাই সম্পন্ন হয়েছে এবং তাদের সহায়তায় জেলা প্রতিনিধি বাছাই পর্বের কাজ চলছে। আমরা সবাই বিনা স্বার্থে নিজ উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাড়ানোর এই সুযোগটিকে কাজে লাগিয়ে প্রত্যেক শিশুর মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি। করোনা মহামারীর প্রকোপে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে পারছি না কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিভাগীয় প্রতিনিধি এবং জেলা প্রতিনিধিদের সাহায্যে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে শিশুদের মৌলিক অধিকারগুলো সুনিশ্চিত করবো এবং এভাবে সারা বাংলাদেশ ব্যাপী এটি চলবে।”
তারা ইতোমধ্যে বহির্বিশ্বে এটির প্রচার শুরু করে দিয়েছে।তারা নেপাল এবং আফগানিস্তান থেকে কান্ট্রি এমবাসেডর বাছাই করেছে।তাদের ফরেইন এডভাইজর হিসেবে U.S.A.,Nepal,Brazil,Pollend,England, Philippine থেকে এডভাইজর হিসেবে অনেকেই যুক্ত হয়েছেন। তারা ইতোমধ্যেই অনলাইনে বিভিন্ন ইভেন্ট শুরু করেছেন এবং তাদের সদস্যদের এক্টিভিটি পর্যবেক্ষণ করছেন এবং মাঠ পর্যায়ে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন। এভাবে বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের পাশে WCF নামটি সর্বদা স্বাক্ষরিত থাকবে বলেই তারা আশাবাদী। ৬৪ জেলার সদস্য দের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে তারা কাজ করে যাচ্ছেন এবং দেশের প্রতিটি কোনায় WCF কে নিয়ে যাওয়ার আপ্রাণ প্রচেষ্টায় কাজ চালিয়ে যাচ্ছেন।
“দশে মিলে করি কাজ
হারি জিতি নাহি লাজ”
এই স্লোগান নিয়ে তারা নিঃস্বার্থ ভাবে কাজ করার লক্ষে এগিয়ে যাচ্ছে । হতদরিদ্র, সুবিধা বঞ্চিত, অসহায় এই পথশিশুদের অধিকার রক্ষার জন্য তারা কাজ করে যেতে প্রতিজ্ঞাবদ্ধ এবং সকলের কাছে দোয়াপ্রার্থী।
সবশেষে নিজেদের এই স্বেচ্ছাসেবী মূলক কাজে সবাইকে পাশে পাবেন এই আশাই ব্যক্ত করেছেন তারা.
না ভাইয়া